মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
![]() |
2016-11-16 - ঔষধ (ড্রাগস) আইন, ১৯৪০ মোতাবেক মোবাইল কোর্ট
আজ আনুমানিক বেলা ১২ঃ০০ ঘটিকার সময় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগর্দী বাজারে জনৈক মোঃ মাছুম মিয়ার ঔষধের দোকানে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় জনাব হুমায়রা আফরোজ, ঔষধ তত্ত্বাবধায়ক,ঔষধ প্রশাসন, নরসিংদী উক্ত ওউষধের দোকানে বেশ কিছু আনরেজিস্ট্রাড ও মেয়াদ ঊর্ত্তীণ ঔষধ পান। বর্ণিত বিষয়ে ঔষধ তত্ত্বাবধায়ক প্রসিকিউশন প্রদান করে। বিষয়টি মোবাইল কোর্টের তফসিল ভুক্ত হওয়ায় ঔষধ (ড্রাগস) আইন, ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক =২০০০/=(দুই হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করায় তাকে মুক্তি দেয়া হয়।
|
![]() |
2016-11-16 - খুলনায় অবৈধ বিস্কুট ও সিমেন্ট কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শিরোমনি বিসিক শিল্প নগরীতে অবস্থিত হুগলি বিস্কুট কোম্পানি বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুস সালামকে আড়াই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দ্রুত বিএসটিআই এর লাইসেন্স ও অনুমোদন গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়। অপর এক অভিযানে গিলাতলা এলাকায় অবস্থিত শেখ সিমেন্ট ফ্যাক্টরি বিএসটিআই এর অনুমোদন ছাড়া সিমেন্ট উৎপাদন এবং বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে দায়িত্বরত ম্যানেজার রুই দাশ কুন্ডুকে ১লক্ষ ৫০হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ও কারখানা সিলগালা করা হয়েছে। গত তিন বছর থেকে থেকে কারখানাটি অবৈধভাবে সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করছে। বিএসটিআই লন উপপরিচালক এসময় জানান বিএসটিআই এর কোয়ালিটি পরিক্ষার রিপোর্ট ফেল করার পরেও কারখানাটি উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আজ দুপুর ১২ টা থেকে ০৩ টা পর্যন্ত জেলা প্রশাসন খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার জনাব দেবব্রত দাস ও ফিল্ড অফিসার মোঃ সাইদুর রহমান এবং এপবিএন খুলনার সদস্যগণ উপস্থিত ছিলেন।
|
![]() |
2016-11-15 - নবান্ন উৎসবে শেকড়ের সন্ধান
প্রতিবছরের মতো এবারও অগ্রহায়ণের প্রথম দিন, নতুন ফসল ঘরে তোলার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় যেন সব প্রাণ মিলেছে শেকড়ের খোঁজে। মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ আয়োজিত ‘এসো মিলি সবে নবান্ন উৎসবে’ শিরোনামের উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সূচনালগ্নে নবান্ন উৎসবকে বাঙালির সংস্কৃতির ‘অন্যতম উল্লেখযোগ্য’ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “যে কৃষি আমাদের জীবনপ্রবাহ নিশ্চিত করে, তা নিয়েই তো আজকের এই উৎসব। “এ উৎসবে এসে কি জাতি, কি ধর্ম, কি বর্ণ- তা খুঁজে পাওয়া মুশকিল। আজ আমরা এক দেহে লীন হয়ে গেছি। আজ আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাঙালি। এই তো উৎসবের মাহাত্ম্য।” নবান্ন কথন পর্বে অংশ নেন উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান শুভ রহমান, চেয়ারম্যান লায়লা হাসান, বক্তব্য দেন উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম।
|
![]() |
2016-11-15 - লাইসেন্স ছাড়া পাটের ব্যবসা পরিচালনা
আজ ১৫/১১/২০১৬ তারিখ দুপুর ১.০০ টার সময় বালাবাড়ী,তেঁতুলিয়া শালবাহানে মোবাইল কোর্ট পরিচালনাকালে জনৈক মোঃ আব্দুল জলিলকে লাইসেন্স ছাড়া পাটের ব্যবসা পরিচালনা করার সময়ে ধরা পড়ে। উক্ত আসামীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আসামী দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধানমতে পাটজাত অধ্যাদেশ ১৯৬২ এর ১৭ ধারায় দোষী সাব্যস্ত করে নগদ ৫০০০ (পাঁচ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করেন।
|
![]() |
2016-11-15 - মোবাইল কোর্ট
রেলস্টেশনে ধুমপান আমাদের দেশে সাধারণ ঘটনা। পাবলিক বাসে ধুমপান বন্ধ করা গেলেও রেলস্টেশনে এখন পর্যন্ত ধুমপান বন্ধ করা সম্ভব হয়নি। সেই লক্ষ্যে আজ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী চুয়াডাঙ্গা রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত স্থানে কয়েকজন জরিমানা করা হয়। একজন দোকানদার প্রকাশ্যে ধুমপানের বিজ্ঞাপন ব্যবহার করায় তাকেও জরিমানা ও বোঝানো হয়।
|
![]() |
2016-11-10 - খুলনায় ভেজাল কসমেটিক্সের বিরুদ্ধে অভিযান
asas সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত চারমি কসমেটিক্স এবং কোয়ালিটি কসমেটিক্স শপে আজ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই এর অনুমোদন বিহীন নেভিয়া, ডাভ, লরিয়েল ক্লিন এন্ড ক্লিয়ারসহ বিভিন্ন বিদেশী ব্রান্ডের শ্যাম্পু ও ফেয়ারনেস ক্রিম জব্দ করা হয়। এসকল পণ্য বাহির থেকে লাগেজের মাধ্যমে এনে দোকানে বিক্রি করা হয়। এ অপরাধে চারমি কসমেটক্সের মালিককে ৪০ হাজার টাকা এবং কোয়ালিটি কসমেটিক্সের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কসমেটিক্স ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। জেলা প্রশাসন খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার জনাব দেবব্রত দাস এবং এপবিএন খুলনার সদস্যগণ উপস্থিত ছিলেন।
|
![]() |
2016-11-10 - খুলনায় চিংড়ির ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনা
অপকর্ম আমাদের রক্তে মিশে গেছে, এটাই আমাদের বৈশিষ্ট, সব কিছুতে দুই নাম্বারি করতেই হবে, নিজের স্বার্থের কাছে জাতীয় স্বার্থ কিছুইনা !!! মোবাইল কোর্ট অভিযানে ১০ নভেম্বর সকালে কোষ্টগার্ডের সহযোগিতায় রুপসা ব্রীজ এলাকায় ৪০০ কেজি চিংড়ি মাছ অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করা হয়। পিক আপ চালক মোঃ সুমন গাজীকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ৪ লাখ টাকা মুল্যের ৪০০ কেজি চিংড়ি পুরিয়ে এবং নদীতে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়। চিংড়ি বহনকারী একটি পিক আপ আটক করা হয়।
|
![]() |
2016-11-09 - ভোলা জেলায় মোবাইল কোর্ট পরিচালনায় আটককৃত ভূয়া কবিরাজ
ভোলা জেলায় মোবাইল কোর্ট পরিচালনায় আটককৃত ভূয়া কবিরাজ।
|
![]() |
2016-11-09 - বগুড়ার ধুনটে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জনের কারাদন্ড
বগুড়া জেলার ধুনট উপজেলাধীন এলাঙ্গী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পিছনে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ১। মোঃ সুলতান আহমেদ (৩০), ২। মোঃ আশরাফ আলী (৪০), ৩। মোঃ লালু খা (৫০), ৪। মোঃ সুটকা মন্ডল (৩০), ৫। রতন শাহ (৫২), ৬। আনন্দ ঘোষ (৩৫), ৭। মোঃ দুলা মিয়া (৬৫), ৮। আলমগীর (২৫), এবং ৯। মোঃ আব্দুর রউফ (২৩)। আজ সকাল ৯.৩০টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মাদ ইব্রাহীমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে এলাঙ্গী কমিউনিটি ক্লিনিকের পিছনে জুয়া খেলার সময় আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং উক্ত অপরাধে তাদের প্রত্যেককে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
|
![]() |
2016-11-07 - অননুমোদিত ঔষধের উপর মোবাইল কোর্ট
ঔষধ আমাদের সবাইকে রোগ প্রতিরোধের জন্য, সুস্থতার জন্য ব্যবহার করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে ক্ষতিকর ঔষধ প্রকাশ্যে বিক্রি করা হয়, অনুনমোদিত ঔষধ প্রায় ঔষধের দোকানে খুজে পাওয়া যায়। আজ ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন ও ২৭ ধারায় অপরাধীকে শাস্তি দেয়া হয় এবং বিপুল পরিমাণ (আনুমানিক ৬০ হাজার টাকা) অননুমোদিত ও ক্ষতিকারক ঔষধ জব্দ করে উন্মুক্ত স্থানে ধ্বংস করা হয়।
|