সমুদ্রে সচেতনতা


- গল্প লিখেছেনঃ ফাহমিদা মুস্তফা
- তারিখঃ 2017-04-17
- ভিজিটঃ 1809
কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম
অখন্ডিত সমুদ্র সৈকত , বাংলাদেশের গর্ব ।
১২০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়। এ শহরটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্হিত একটি পর্যটন
শহর যা
চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং
সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশান কক্সবাজার শহরেই অবস্থিত । বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক নানা প্রজাতির প্রবাল
সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, নিত্য নব সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহ পর্যটকদের বিচরণে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকে। ছুটির
দিনগুলোসহ বছরজুড়ে কক্সবাজার সমুদ্র সৈকত মুখরিত হয় লাখ লাখ পর্যটনের পদচারণায় ।
আনন্দের অপর দিকের কুৎসিত রূপের দেখাও এখানে মেলে । নানা ধরণের অপরাধ সংঘটিত হওয়ার
সকল উপাদান এখানে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । যার কারণে প্রতিদিন এখানে
আমরা অর্থাৎ জেলা প্রশাসন কক্সবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট
পরিচালনা করি । নানা ধরণের গনউপদ্রব ,
ইভ
টিজিং, ধূমপান সহ প্রযোজ্য বিভিন্ন ক্ষেত্রে অপরাধ ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে আমলে
নিয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর সেবা প্রদান করে যাচ্ছে সমুদ্র
এলাকায় আগত ভ্রমণ প্রিয় দর্শনার্থীদের । এরই ধারাবাহিকতায় বিগত সেপ্টেম্বর মাসের ১২ তারিখ
কক্সবাজারের কলাতলী , সুগন্ধা ও লাবণি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনাকালে কামাল ও
শফিককে ইভটিজিং করার সময় লাবণি পয়েন্ট হতে হাতেনাতে ধরা হয় এবং উভয়কে এক মাস করে
কারাদন্ড প্রদান করা হয় । এছাড়াও গণউপদ্রব সৃষ্টি ও গনউপদ্রব বন্ধ করার নির্দেশ
প্রদান করার পরেও তা অব্যাহত রেখে অপরাধ করার কারণে সুগন্ধা পয়েন্টে ৬ জন
দোকানদারকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয় । এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের
সাথে ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ ও বীচকর্মীগণ উপস্থিত
ছিলেন । বছর জুড়ে ৩৬৫ দিন রোদ বৃষ্টি ঝড়ে ঈদে পার্বণে সারাদেশ থেকে আগত টুরিস্টদের
একটু স্বস্তি দিতে সদা সচেষ্ট কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন । বীচ এলাকায়
কার্যকর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কেবল মাত্র আইন শৃঙ্খলা পরিস্থতি
নিয়ন্ত্রণ নয় বরং উক্ত এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি , ভূমি দস্যুতা হ্রাস,
হোটেল-মোটেল,রেস্টুরেন্ট ও গণপরিবহনে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় নির্মূলসহ সর্বোপরি
একটি সুন্দর পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি ।
