নতুন প্রেক্ষাপট ও মোবাইল কোর্ট

Client Logo
  • গল্প লিখেছেনঃ  সাদিয়া আফরিন
  • তারিখঃ 2017-04-17
  • ভিজিটঃ 1359
 
ডিসেম্বর/২০১৬ এর কোন এক শনিবার, বাসায় নিজের মত করে সময় পার করছি। এই সময় দুপুর ১ টায় ADM sir এর ম্যাসেজ পেলাম। এখনই "ক" বিদ্যালয় এ যেতে হবে মোবাইল কোর্ট করার জন্য, DC sir এর নির্দেশ।প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য সেই স্কুলের প্রধান শিক্ষিকা জনৈক MP এর স্ত্রীর মোবাইল নম্বর দেয়া হল।MP এর স্ত্রীর সাথে কথা বলে যখন পুরো বিষয়টা জানলাম তখন সেটা ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন একটা ঘটনা।এরপর ছুটির দিন আমার পেশকার এর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স সহ অন্যান্য ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করি এবং দশ মিনিট এর মধ্যে রওনা দেই। "ক" মাধ্যমিক বিদ্যালয় এ পৌছার পর দেখা যায় নবম শ্রেনীর একজন ছাত্রী মিনা ভালোবাসে তার আর এক বান্ধবি শিলা কে যা প্রাকৃতিক নিয়ম এর পরিপন্থী।মিনা হুমকি দেয় যদি শিলা তার প্রেমে সাড়া না দেয় তবে আজকে সে বিষ খাবে এবং সে সেই বিষ স্কুলে নিয়ে এসেছে, এই ঘটনা জানাজানি হলে স্কুলে একটি আতঙ্ক তৈরি হয় যার ফলে স্কুল কতৃপক্ষ DC sir কে জানায়।উদ্ভুত পরিস্থিতি খুবই খারাপ আকার ধারন করে এবং তা স্কুল ও ছাত্রী দুজনের সামাজিক মর্যাদার জন্য হানীকারক হিসাবে দেখা দেয়। এ অবস্থায় কোন প্রকার আইনি পন্থায় না গিয়ে আমি অভিযুক্ত ছাত্রী মিনা এর সাথে এবং তার মা এর সাথে কথা বলি, মিনাকে আমি ও স্কুলের প্রধান শিক্ষক counselling করি ফলে একসময় সে তার অপরাধ স্বীকার করে এবং তার সাথে থাকা বিষ বের করে দেয়, সে তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এরকম আর হবে না মর্মে শপথ করে।এরপর মিনা এর মা এর কাছে এবং তার কাছ থেকেও  undertaken নেওয়া হয় যে আর এ ধরনের ঘটনা সে ঘটাবেনা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলে সে অন্য স্কুলে ভর্তি হবে, এ বিষয়ে স্কুল কতৃপক্ষ সব রকম সহযোগীতা করার আশ্বাস প্রদান করে। এভাবে মেয়েটির বয়স ও সামাজিকতা চিন্তা করে আলোচনার মাধ্যমে বিষয় টি সমাধান করি।

 প্রিন্ট