কারাদন্ড ১০ মাস ১০ দিন


- গল্প লিখেছেনঃ তামিম আল ইয়ামীন
- তারিখঃ 2017-03-08
- ভিজিটঃ 1450
তখন আমি চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানতে পারলাম একটি মেয়েকে স্কুলে যাওয়ার পথে অশুভ ইংগিত আর বাক্য ছুড়ে দেয় একটি বখাটে ছেলে। মেয়েটি স্কুলে যেতে চায় না ভয়ে। বাবা মা চিন্তিত। যে এলাকায় ছেলেটা পথ আটকায় মেয়েটির, সেখানকার লোকজনই সেদিন খবরটা দিল ফোনে। তারা ধরে রেখেছে ছেলেটাকে। আমি মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় আয়োজন দ্রুত সম্পন্ন করে পৌঁছালাম ঘটনাস্থলে। অনেক লোকজন। ছেলেটার পরিবার বেশ প্রভাবশালী এলাকায়, তাই এতদিন কেও সাহস করে বলেনি কিছু। কিন্তু আর কত! দেরি করে হলেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সঞ্চার করতে পেরেছে এলাকার লোকজন। সাধুবাদ দিলাম তাঁদের। অনেকেই সাক্ষী দিল মৌখিকভাবে। দুইজনেরটা লিপিবদ্ধ করলাম নিয়ম মতে। কী শাস্তি দেওয়া যায় ভাবছিলাম। এক বছর পর্যন্ত যে কোন মেয়াদে কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করা যায় এই অপরাধের জন্য। এরই মধ্যে ছেলের পরিবারের লোকজন মেয়ের বাবা মায়ের সাথে দেখা করে মীমাংসার চেষ্টা করছে বলে জানতে পারলাম যদিও দন্ডবিধির ৫০৯ ধারার এ অপরাধ মীমাংসাযোগ্য নয়। বিষয়টা জানালাম উপস্থিত সবাইকে। মেয়েটি তখনও ভয়ে আড়ষ্ঠ হয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়ে মনে হলো, এমনই একজন নারীর গর্ভে জন্ম ছেলেটার। তার মায়ের ১০ মাস ১০ দিন কষ্টের ফসল সে। অথচ সেই নারী জাতির প্রতিই তার এই আচরণ। মেনে নিতে কষ্ট হয় খুব। স্থির করলাম তার প্রাপ্য শাস্তি। ১০ মাস
১০ দিনের কারাদন্ড। সবাই খুব খুশি হলো শাস্তির ঘোষণা শুনে। বলাবলি করতে লাগল, উচিৎ শাস্তিই হয়েছে।
