সচেতনতা।
- গল্প লিখেছেনঃ একরামুল ছিদ্দিক
- তারিখঃ 2017-04-19
- ভিজিটঃ 2258
হবিগঞ্জ শহরে অনেক লাইসেন্স বিহীন হোটেল রয়েছে। অনেক মালিক জানেও না যে, হোটেল পরিচালনা করতে লাইসেন্স লাগে। তাই হোটেলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করি। ২০১৬-০৯-২৭ তারিখের মামলা নংঃ৩৬০০.০১.১৭৫০৮.০০০১.১৬ এ হোটেল মালিক মোঃ আব্দুল আওয়াল কে লাইসেন্স না থাকার অপরাধে বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ,১৯৮২ এর ২১ এর ৫ ও ৬ ধারা অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করি। মালিক কে কেন জরিমানা করা হল তা বুঝিয়ে বলি , মালিক দোষ স্বীকার করে জরিমানা পরিশোধ করে এবং লাইসেন্স করে ফেলবে বলে অঙ্গীকার প্রকাশ করে।