প্রথম মোবাইল কোর্ট
- গল্প লিখেছেনঃ শিফা নুসরাত
- তারিখঃ 2017-04-18
- ভিজিটঃ 1505
প্রথম মোবাইল কোর্ট
গল্প নয় সত্যিতে কিছু লেখার সুযোগ পেয়ে গল্প
লেখার লোভ সামলাতে পারলাম না। এতো শুধু গল্প নয়, একেবারে জীবন ঘনিষ্ট বিষয়। মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা, তারই প্রকাশ। মোবাইল কোর্টের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে মনে পড়ছে
সেই প্রথম দিনের অভিজ্ঞতার কিছু স্ম্তি। সবেমাত্র সিভিল সার্ভিসে জয়েন করেছি। সেইরকম উত্তেজনা। কয়েকমাস পরই মোবাইল কোর্ট পরিচালনা করার ক্ষমতা পেয়েছি। যেহেতু এই কার্যে সিদ্ধহস্ত
নই এবং শেখার বেশ কিছু বিষয় আছে তাই সিদ্ধান্ত হলো প্রথমে আমরা জুনিয়র রা মোবাইল কোর্টে
যাবো সিনিয়রদের সাথে। স্যারদের কাছ থেকে হাতে কলমে শিক্ষা লাভ করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। আমাকে পাঠানো হলো সিনিয়র
এক স্যারের সাথে। তারিখটা খুব সম্ভবত ১৫ নভেম্ভর ২০১৪ । স্থান বেলস পার্ক, বরিশাল সদর, বরিশাল। পেশকার , ফোর্স, জরিমানা বই, নতুন বানানো সিলসহ দুপুর তিনটায় রওনা হলাম। পরিকল্পনা করলাম যে, মোবাইল কোর্ট করব ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এ। আমরা নির্দিষ্ট স্থানে
গেলাম। সেখানে একজন যুবক ধূমপান করছিলেন ও আনমনে ছবি আঁকছিলেন। তাকে পাবলিক প্লেসে ধুমপানের
অপরাধে দোষী সাব্যস্ত করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। দুইজন সাক্ষীর সাক্ষ্য
নেওয়ার পর তার কাছ থেকে জরিমানার ৫০ টাকা চাওয়া হলে তিনি বিপদে পড়েন। আমরা তাকে টাকা জোগার করার
জন্য কিছু সময় দিই। তিনি তার বন্ধুর কাছ থেকে ৫০ টাকা ধার নিয়ে জরিমানা পরিশোধ
করেন। তিনি আর কোনদিন পাবলিক প্লেসে ধূমপান করবেন না বলে প্রতিজ্ঞা করেন। এরপর আমরা আরও কয়েকটি স্থান
ঘুরে সন্ধ্যার আগে আগে অফিসে ফিরে আসি। প্রথম মোবাইল পাওয়ার স্মৃতির মত প্রথম মোবাইল কোর্টের
স্মৃতিটা আজো অমলিন হয়ে আছে।