গাঁজা ব্যবসায়ী আটক

Client Logo
  • গল্প লিখেছেনঃ  পঙ্কজ চন্দ্র দেবনাথ
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 1543
 
০৪/১০/২০১৫ খ্রি তারিখ বেলা ১১.৪৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সিরাজগঞ্জ শহরস্থ তেলকুপি মসজিদ স্থানে আইন শৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। ঊক্ত আদালত পরিচালনাকালে মোঃ মজনু ওরফে সাদ্দাম হোসেন, পিতা- শাহাদত হোসেন ,বয়স: ২৬ ,ঠিকানা: তেলকুপি মসজিদ, সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ কে সিরাজগঞ্জ শহরস্থ তেলকুপি মসজিদের পিছনে খোলা জায়গা নামক স্থানে গাঁজা বিক্রি অবস্থায় গ্রেফতার করা হয়। আসামীর অধিকারে থাকা পলিথিনের ব্যাগ সার্চ করে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীর অন্যান্য সহযোগীগণ এ সময় পালিয়ে যান। উল্লেখ্যা যে, গাঁজা বা যেকোন ভেষজ ক্যানাবিস (অনুর্ধ্ব ৫ কেজি) প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ, সংরক্ষণ, গুদামজাতকরণ, প্রদর্শন বা ব্যবহার করলে বা এই কাজে উদ্যোগ গ্রহণ, বিনিয়োগ বা পৃষ্ঠপোষকতা করার অপরাধ যা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০- এর , ৯(১) ধারার লঙ্ঘন এবং ১৯এর টেবিলের ৩য় কলামের ৭(ক) ক্রমধারায় দণ্ডনীয় অপরাধ। উক্ত অপরাধ এ আদালতের সামনে সংঘটিত হওয়ায় ঘটনাস্থল থেকে উক্ত আসামীকে তৎক্ষণাৎ আটক করা হয়।তার হেফাজত থেকে (ক)গাঁজা দুই(০২) জন সাক্ষীর উপস্থিতিতে জব্দ করে জব্দনামা তৈরি করে তাতে সাক্ষীদ্বয়ের স্বাক্ষর গ্রহণ করা হয় এবং আসামীকে স্বাক্ষর দিতে বললে জব্দনামায় তিনিও স্বাক্ষর প্রদান করেন। অতঃপর আসামী মোঃ মজনু ওরফে সাদ্দাম হোসেনএর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০- এর , ৯(১)ধারায় অভিযোগ গঠন করে তাকে পড়ে শোনালে ও বুঝিয়ে দিলে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হয় এবং উক্ত ফরমে তার ও উপস্থিত সাক্ষীদ্বয়ের স্বাক্ষর গ্রহণ করা হয়। আসামী দোষ স্বীকার করায় তাকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধানমতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০- এর , ৯(১)ধারায় দোষী সাব্যস্ত করে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা পরোয়ানামূলে আসামী মোঃ মজনু ওরফে সাদ্দাম হোসেনকে সিরাজগঞ্জ জেলা কারাগার-এ প্রেরণ করা হয়।জব্দকৃত মালামালের নমুনা সংরক্ষণপূর্বক ধ্বংস করা হয়।

 প্রিন্ট