যাত্রী হয়রানি ও প্রতিকার

Client Logo
  • গল্প লিখেছেনঃ  মোহাম্মদ আবুল মনসুর
  • তারিখঃ 2017-04-18
  • ভিজিটঃ 1668
 
ঈদের ছুটি শেষ, সকলেই তাই ফিরে যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। এ সুযোগে তারাকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহনগুলো যাত্রীদের নিকট থেকে জোর করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আজ ১৭ সেপ্টেম্বর/১৬ DC Mymensingh ফেইসবুক পেইজে এ সংক্রান্ত নিম্নের অভিযোগটি পাবার পর আজ বিকালে জেলা প্রশাসক, ময়মনসিংহের নির্দেশে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযোগটি হলোঃ তারাকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মাইক্রোবাসগুলোতে যাত্রী হয়রানি চরম আকার ধারণ করেছে। ঈদের আগে ঢাকা থেকে তারাকান্দাগামী মাইক্রোবাসগুলো ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা জোর করে আদায় করেছে। এখন আবার তারাকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মাইক্রোবাসগুলো ২৫০ টাকার ভাড়া ৪০০/৪৫০ করে আদায় করছে। মাইক্রোগুলোতে এত বেশি পরিমাণ যাত্রী তুলে যাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এর মধ্যে অনেক মাইক্রোবাস আছে যেগুলো ফিটনেসবিহীন ও পুরোনো। এগুলো প্রায় সময়ই দুর্ঘটনায় পরে। যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি মাননীয় ডিসি স্যারকে। এখানে অনিয়মের রাজত্ব চলছে। যাত্রীদের সাথে বাসস্ট্যান্ড এর লোকজন খুবই দুর্ব্যবহার করছে। আজ বিকালে তারাকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, প্রত্যেক যাত্রীর নিকট থেকে ৪৫০/৫০০ টাকা করে ভাড়া আদায় করে মাইক্রোবাসের পরিবর্তে ফিটনেসবিহীন লোকাল মিনিবাসে তাদের যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। একটি মাইক্রোবাসে যাত্রী ধারণ ক্ষমতা ৯ জন হলেও নেয়া হচ্ছে ১৪ জন করে। কিছু যাত্রী মাইক্রোবাস নেয়ার ব্যবস্থা করছে। ড্রাইভারদের লাইসেন্স নেই, গাড়ির ফিটনেস কাগজ নেই। কিন্তু পরিবহনের লোকজন যাত্রীদের বিন্দুমাত্র তোয়াক্কা করছেনা, তারা সকলের সাথে খারাপ ব্যবহার করছে। মোবাইল কোর্ট কর্তৃক মাইক্রোবাসের কাউন্টারম্যান সুমন মিয়াকে এসকল অপরাধে ভোক্তা অধিকার আইনে ৪৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ৪৩ জন যাত্রীর নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়। একটি মাইক্রোবাস চালককে ৭৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ময়মনসিংহ- টাঙ্গাইল রুটে চলাচলকারী ফিটনেসবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন ৮ টি যানবাহনকে মোবাইল কোর্ট কর্তৃক ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন ময়মনসিংহ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক গিয়াস উদ্দীন ও জেলা পুলিশের সাব ইন্সপেক্টর শামসুল হক ও অন্যান্য সদস্যগণ।

 প্রিন্ট