বেশি বাড়াবাড়ী বিপদের ছোটভাই যেমন আদর করে!!!!!!!!!!!!!!!!!

Client Logo
  • গল্প লিখেছেনঃ  প্রমথ রঞ্জন ঘটক
  • তারিখঃ 2017-04-17
  • ভিজিটঃ 1418
 
কল্পন নয় সত্য , অলৌকিক নয় বাস্তব কারন ১২/১০/২০১৬ তারিখ সকাল ১০টার সময় পুরাকাটা-বরগুনা রোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি যার শিরোনাম এমন হলেই ভাল হয়।বরগুনা নাগরিক ভাবনা নামে একটি ফেসবুক পেজ আছে। এই পেজে বরগুনার সমস্যার কথা সাধারণ নাগরিক লিখে থাকেন। বরগুনা নাগরিক ভাবনা পেজে লেখার সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতার উপর মোবাইল কোর্ট পরিচালনা করি।১২/১০/২০১৬ তারিখে বরগুনা নাগরিক ভাবনা পেজে এরুপ একটি সমস্যার কথা প্রকাশিত হয়। ডিসি স্যারের নজরে আসলে স্যার আমাকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলেন । স্যারের নির্দেশমত পুলিশ ও পেসকার নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই , রাস্তার উপর মাটি দিয়ে বাঁধ তৈরি করে বালু একপাশ থেকে অপর পাশে নিচ্ছে। মাটির বাঁধ এত উঁচু করছে যে যানবাহন চলাচল করতে অসুবিধা হচ্ছে। প্রতিদিনই দুর্ধটনা ঘটছে।মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। এর আগেও একাধিকবার নিষেধ করা সত্ত্বে তিনি কর্নপাত করেননি ।  ঘটনাস্থলে গিয়ে মালিককে ধরি। মালিক প্রভাব খাটানোর চেষ্টা করেন। তিনি মোবাইল কোর্টের কার্যক্রম সর্ম্পকে অবগত নন তাই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে বিতর্কে যান । পরে সরকারি আদেশ অমান্য করার জন্য দন্ডবিধি ১৮৬০ অনুসারে জরিমানা করা হয় এবং রাস্তার মাটি সরিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া হয়। এর ফলে মানুষ খুব খুশি হয় এবং বলাবলি করেন যে এই মোবাইল কোর্টের জন্য এটা সম্ভব হয়েছে। মোবাইল কোর্টকে ধন্যবাদ জানান এবং মোবাইল কোর্টের কার্যক্রম যেন আর গতিশীল হয়।

 প্রিন্ট