স্বর্ণে কারচুপিঃ বিশ্বাসে করাঘাত

Client Logo
  • গল্প লিখেছেনঃ  তৃলা দেব
  • তারিখঃ 2017-04-17
  • ভিজিটঃ 1540
 
সোনা। চিরাচরিত কাল থেকেই প্রতিটি নারীর কাছে সোনার গহনা আজো সমান জনপ্রিয়। ধর্ম ও বর্ণ নির্বিশেষে বেশিরভাগ মহিলাই সোনার গহনা পরেন এবং ধর্মীয় বা বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলির জন্য সোনার গহনা একেবারেই অপরিহার্য একটি বস্তু। কিন্তু এই সোনা পরিমাপের জন্যও একটি আর্দশ মান মেশিন রয়েছে এবং এ সংক্রান্ত আইনকানুনও রয়েছে যা বেশিরভাগ মানুষেরই অজানা। কিন্তু সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জনসাধারণের সচেতনতার লক্ষ্যে ২২/০৮/২০১৬ তারিখ সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন কালীবাড়ী রোড স্থানে স্বর্ণের দোকানে মোবাইল কোর্টপরিচালনা করি। এ সময় সুনামগঞ্জ জেলার বি এস টি আই এর ফিল্ড অফিসার প্রকৌঃ জনাব রফিবুল হাসান রিপন উপস্থিত ছিলেন। স্বর্ণ ব্যবসায়ী গোপাল বণিকের দোকানে স্বর্ণের ওজন পরিমাপক যন্ত্রটি লাইসেন্সকৃত কিনা তা যাচাই করা হয় এবং আর্দশ মান মেশিন দিয়ে সঠিক ওজন দিচ্ছে কিনা তাও পরীক্ষা করা হয়। পরীক্ষান্তে লাইসেন্সবিহীন ও ওজনে কারচুপির বিষয় ধরা পড়ে। এভাবে তিনি নির্ধারিত ওজনের চেয়ে কম ওজনের স্বর্ণ দিয়ে গ্রাহকদের প্রতারিত করে আসছিলেন। উক্ত অপরাধে উক্ত দোকানের মালিক জনাব গোপাল বণিক, পিতা-কানাই লাল বণিক, বয়স ৪২, ঠিকানাঃ মধ্যবাজার,সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ কে দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মের্জাস অর্ডিন্যান্স,১৯৮২ এর ৪৫ ধারায় জরিমানা করা হয়। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিএ সময়ে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একইসাথে ভবিষ্যতে এ ধরণের কাজ হতে নিজে বিরত থাকবেন এবং অন্যান্য ব্যবসায়ীদেরও বিরত রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হোন।



 প্রিন্ট