দন্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সম আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার

Client Logo
  • গল্প লিখেছেনঃ  এম. এম. আরাফাত হোসেন
  • তারিখঃ 2017-04-17
  • ভিজিটঃ 2301
 
গত ২৩ এপ্রিল ২০১৫খ্রি. দৈনিক প্রথম আলো, বিডিনিউজ ২৪, লালমনিরহাট বার্তা এবং The Daily Star পত্রিকায় শিরোনামটা ছিল এরকম- ‘লালমনিরহাটে ভুয়া পরীক্ষার্থীর জেল’। দৈনিক প্রথম আলো লিখেছিল, অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই রকম অপরাধের জন্য কারাদণ্ড দেওয়াটায় শ্রেয় কিন্তু এ ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। গত ২২ এপ্রিল ২০১৫ খ্রি. রোজ বুধবার লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ২য় বর্ষের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়জিত থাকি আমি। এক পর্যায়ে আমি ও পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক একটি ছেলেকে সন্দেহ করি। ছাত্রটির নাম মোঃ রুবেল (২৫) সে আসলে রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র। মাত্র ১০,০০০ টাকার বিনিময়ে সে লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের এক ছাত্রের পরিবর্তে পরীক্ষায় বসে। যা পাবলিক পরীক্ষা অপরাধ আইন, ১৯৮০ এ  দণ্ডনীয় অপরাধ। ছেলেটি তখনও বুঝতে পারেনি তার কি ক্ষতি হতে যাচ্ছে? আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনি এই রকম অপরাধ কি এর আগে আর করেছেন? সে সহজ ভাষায় স্বীকার করে যে এর আগে সে আরো একবার এরকম কাজ করেছে। আমি তাকে বললাম আপনি কি জানেন এই অপরাধের শাস্তি কি হতে পারে? সে বলল না। আমি তাকে বললাম আপনার জেল হতে পারে। সে কেঁদে দিল বলল, স্যার আমি ৩৫তম বিসিএস এর প্রিলিমিনারিতে উত্তীন্ন হয়েছি। দুইটা ব্যাংকের পরীক্ষা আমি ভাল দিয়েছি আশাকরি আমি টিকে যাব। আমি বললাম আপনার হাতের লেখা অনেক সুন্দর, আপনি কেন এই রকম জঘন্য একটা অপরাধ করলেন? ছেলেটি কোন জবাব দিতে পারল না। তার সব কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব? ততক্ষণে লালমনিরহাট জেলার সব মিডিয়ার লোকজন এসে হাজির। যাই হোক, যে সময় ঘটনাটি ঘটে তখন দেশের বিভিন্ন পরীক্ষায় এই রকম ঘটনা হরহামেশায় চলছিল। সবাই বিষয়টা কি ভেবে তাদেরকে ছেড়ে দিচ্ছিল আমার জানা নাই। আমি পারি  নাই। বিবেকের সাথে লড়াই করে তাকে আমি ০১ বছরে কারাদণ্ড প্রদান করি এবং যার পরিক্ষা সে দিচ্ছিল সেই ইসমাইল হোসেনকে যাতে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করে তা তাদের বলে আসি। আমি এই ঘটনার পর ঐ দিন সারারাত ঘুমাতে পারি নাই। আমি কি ভুল করলাম? কিন্তু আমার কি করার আছে? সে যে অপরাধ করেছে তার সর্বনিম্ন শাস্তি যে এক বছরের কারাদণ্ড। জানিনা আমি ভুল করেছি না ঠিক করেছি? তবে আমার বিবেক বলে আমি সঠিক কাজটায়  করেছিলাম। এইটায় ছিল আমার ম্যাজিস্ট্রেসি জীবনের প্রথম কোন বড় শাস্তি।



 প্রিন্ট