মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
2019-11-20 - বগুড়ার শেরপুরে গুজব প্রতিরোধে আজও বাজার মনিটরিং করলেন ইউএনও লিয়াকত আলী শেখ।
শেরপুরে গুজব প্রতিরোধে আজও বাজার মনিটরিং করলেন ইউএনও লিয়াকত আলী শেখ। Update Time : Wednesday, November 20, 2019 13 Time View শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে গুজব রটিয়ে কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে লবনের দাম বাড়িয়ে কেউ যাতে জনগণকে ঠকাতে না পারে সে ব্যাপারে আজও বাজার মনিটরিং করলেন ইউএনও লিয়াকত আলী শেখ। এসময় শেরপুর পৌরসভার বিভিন্ন বাজার, রনবীরবালা বাজার, কলেজ রোড বাজার এবং গোসাইবাড়ী বটতলা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় উপস্থিত দোকানদার এবং উৎসুক জনতাকে গুজবে কান না দেবার আহবান জানিয়ে ইউএনও বলেন, বাজারে লবনের কোন সংকট নেই। যারা গুজব রটিয়ে লবনের দাম বাড়িয়ে ক্রেতাদেরকে ঠকাচ্ছিল তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত ১০ জনকে সর্বমোট ৮৪,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। গুজব রটিয়ে যারা লবন, পেঁয়াজ বা অন্য কোন পন্য সামগ্রীর দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি গুজব রটনাকারীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার
|
2019-11-19 - বগুড়ার শেরপুরে গুজব রটিয়ে বেশী দামে লবণ বিক্রয় করায় মোবাইল কোর্টের অভিযানে ১০ জনকে ৮৪,০০০/- টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে বেশি দামে লবণ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা শেরপুর (বগুড়া) সংবাদদাতা ১৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৮ বগুড়ার শেরপুরে লবণের বাজার নিয়ন্ত্রণে অভিযান - ছবি : নয়া দিগন্ত লবণের দাম বেড়ে যাওয়ার গুজবে অস্থির হয়ে উঠেছে বগুড়ার শেরপুরের বাজারগুলো। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকানগুলোতে। এদিকে, লবণের দাম বৃদ্ধির খবর শুনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ উপজেলার হাটখোলা বাজারের দোকানগুলোতে অভিযান চালান। এ সময় আকাশ দত্তর পাইকারি দোকান ভাই ভাই স্টোর ৫০ কেজি বস্তা ৫ শ’ টাকার স্থলে ১২ শ’ টাকায় বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই লোকমুখে লবণের মূল্য বেড়ে যাওয়ার খবর শুনে বেলা বাড়ার সাথে সাথে শেরপুর হাটখোলা, রেজিস্ট্রি অফিস, দুবলাগাড়ী, বটতলা, মির্জাপুর, মহিপুর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ফলে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হয়। ছোট-বড় দোকানগুলোর ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় লবণ বিক্রি বন্ধ করে দেন। বাজার ঘুরে দেখা যায়, লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। এই সুযোগে অনেক লবণ ব্যবসায়ী খোলা লবণ কেজিপ্রতি পাইকারি ১৪ টাকার লবণ বিক্রি করছেন ৫০ থেকে ৬০ টাকায়। ক্রেতাদের দাবি লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছে তাই বেশি দামে বিক্রয় হচ্ছে। তবে কোথায় এমন সংবাদ শুনেছেন এ কথা কেউ বলতে পারেননি। ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, লবণের দাম বাড়ার গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। একেকজন দুই থেকে ১০ বস্তা লবণ কিনছেন। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ৬০০ বস্তা লবণ বিক্রি করেছেন। লবণ কিনতে আসা শাহিন, রফিক জানান, লোকেমুখে শুনছি লবণের দাম বেড়েছে। আগামীকাল থেকে আরো কয়েকগুণ বাড়তে পারে- এ আশঙ্কায় আজকে অনেকে লবণ কিনে রাখছেন। কারণ পেঁয়াজের মতো লবণও সংকট দেখা দিতে পারে। দুবলাগাড়ীর পলাশ বলেন, ‘মানুষের মুখে শুনছি পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে। তাই আমি ১২ কেজি লবণ কিনে রেখেছি।’ শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরির জন্য মজুত রাখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি। http://www.dailynayadiganta.com/rajshahi/457471/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE?fbclid=IwAR2frZW4TVzBPO7ygQDqjIj3pGMm1iyxM1r7TZtSD97cYUrnKWw1gMbb9EI
|
2019-11-04 - বগুড়ার শেরপুরে কোচিং সেন্টার বন্দধ না রাখায় মোবাইল কোর্টে দুই মালিককে জরিমানা
চলতি জেএসসি/সমমান পরীক্ষা চলাকালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং সেন্টার বন্দধ না রাখায় বগুড়ার শেরপুরে দুই কোচিং সেন্টার মালিককে জরিমানা করা হয়। আজ ০৪/১১/২০১৯ তারিখ সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে কিনা তা সরেজমিন পর্যবেক্ষণে বের হয়ে পৌরসভাস্থ সকাল বাজারের সৃষ্টি কোচিং সেন্টার এবং ভিটি আই মোড় সংলগ্ন টাইমস কোচিং সেন্টার দেখতে পেয়ে তৎক্ষণাৎ কোচিং সেন্টার দুইটি বন্ধ করে দেন এবং মালিকদেরকে জরিমানা করেন। এছাড়াও খোন্দকারটোলা, কলেজ রোড, ধুনট মোড়, উলিপুর, টাউন কলোনী, রণবীরবালা এলাকা ইউ এন ও অভিযান চালানো হয়। উল্লেখ্য, ০২/১১/২০১৯ তারিখ থেকে ১৫ /১১/২০১৯ তারিখ পর্যন্ত জে এস সি/সমমান পরীক্ষা চলাকালীন সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারী করে। এই নির্দেশ বাস্তবায়নে শেরপুর উপজেলা মাইকিং, সোসাল মিডিয়াসহ ব্যাপক প্রচারণা চালায়। জনস্বার্থে এবং সুষ্ঠভাবে পরীক্ষা চালনার স্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। http://www.bijoybanglabd.com/article/5924?fbclid=IwAR3FDTRz3AlVO3nhbjD6ndk2z6QBQzs_-vwmjU7d_xxaOIswVKL2L-it8iQ
|
2019-10-22 - জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ঃ বগুড়ার শেরপুরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা
//বিজয় বাংলা ডটকম// বগুড়ার শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার বিকালে ধুনটমোড় তালতলা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখের নেতেৃত্বে ও শেরপুর থানার এসআই ওসমান গনি ও তার সহযোগি ফোর্সের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হেলমেট, ড্রাভিং লাইসেন্স, ইনসুরেন্সের সঠিক কাগজ পত্র না থকায় ৫টি মোটরসাইকে চালককে জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী সেখ চালকদেরকে বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করবেন না। আমরা সকলেই সচেতন হয়, সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। http://www.bijoybanglabd.com/article/5756?fbclid=IwAR20pRZYhMG4XgZCKJDUf3H4okN4ccQXi2c5GgwROMGa-MFB-0s1uX5OuQg
|
2019-10-21 - শিবালয়ে ১৭ জেলের জেল-জরিমানা
মা ইলিশ শিকারের দায়ে ১৫ জনের ১ বছরের কারাদণ্ড, ২ জনের ১০০০০টাকা অর্থদণ্ড অদ্য ২১ অক্টোবর ভোর হতে সকাল ১১.৩০ ঘটিকা পর্যন্ত যমুনা ও পদ্মা নদীতে অভিযানে মা ইলিশ শিকারের দায়ে ১৭ জনকে আটক করা হয়। ১৫ জনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলো মো: উজ্জল সেক, মো: শামিম খা, মো: হায়দার সেক, মো: শফিক মোল্লা, মো: তালেব মোল্লা, মো: মিলন মন্ডল, মো: আলতাফ, মো: হাবু সেখ, মো: একাব্বর সেক, মো: আব্দুল, আহম্মদ, মো: রমজান সেখ, মো: আকতার হোসেন, মো: হাফিজ উদ্দিন, মো: লতিফ। বাকী অপ্রাপ্তবয়স্ক ২ জনকে ১০০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। সাতটি পয়েন্টে ১০০০০০ মিটার কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়। জব্দকৃত ৪০কেজি ইলিশ দুটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ১০ টি ইলিশ ধরার নৌকা ডুবিয়ে দেয়া হয়। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন শিবালয় মৎস দপ্তর ও নৌ পুলিশ।
|
2019-10-17 - বগুড়ার শেরপুরে মা ইলিশ মাছ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত
আব্দুল ওয়াদুদঃ বগুড়া থেকে য়াজ ১৭/১০/২০১৯ তারিখ বগুড়ার শেরপুর উপজেলা সিনিয়র অফিসারের উদ্যোগে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ বিশালপুর ইউনিয়নের রানীর হাটসহ বিভিন্ন জায়গায় মাছের বাজারে মোবাইল কোর্টের অভিযান চালান। তবে বাজারে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাসুদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আমির হামজা এবং শেরপুর থানার এস আইসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন। এসময় মাছ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে ইউএনও বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এগিয়ে আসুন, জাতীয় উন্নয়নে অবদান রাখুন।সরকার দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ০৯/১০/২০১৯ তারিখ থেকে ৩০/১০/২০১৯ তারিখ পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছেন। এ সময় সমগ্র দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনকারীকে ২ বছর পর্যন্ত জেল এবং ৫০০০/- টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সরকারের বিধি-নিষেধ মেনে চলার জন্য সকলকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এ সময় মাছ ব্যবসায়ীদের মাঝে সচেতনাতমূলক লিফলেট প্রচার করা হয়। এছাড়াও মির্জাপুর বাজার এলাকায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ও ২০ ধারায় লংঘন করায় ১০০০/- টাকা এবং ড্রাগস্ আইন ১৯৪০ এর ১৮ ধারায় লংঘন করায় ১,০০০/- টাকা মোট ২০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। মির্জাপুরের খান এন্ড রিহাদ ট্রেডার্স লাইসেন্স নবায়ন না করায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারার আয়তায় ১০০০/-টাকা এবং সোহেল রানার নিজের ওষুধের দোকানে ড্রাগস লাইসেন্স নবায়ন না করায় ড্রাগস আইন ১৯৪০ এর ১৮ ধারায় ১০০০/ টাকা জরিমানা করা হয়। THU 10:27 PM http://www.bijoybanglabd.com/article/5726?fbclid=IwAR1K3qwan8io0-K0ZewvfQiqtYrKYO-Y1W9a8SAftfMzahgeIFfinLQ010E
|
2019-10-17 - বগুড়ার শেরপুরে ওষুধের দোকানে মোবাইল কোর্টের অভিযান। ২ জনকে অর্থদন্ড
বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ নেতৃত্বে বৃহস্পতিবার ১৭ অক্টেবর বিকেলে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকা, বিশালপুর ইউনিয়নের রানীর হাটসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালান। উপজেলা অফিস সুত্রে জানা যায়, মির্জাপুরের খান এন্ড রিহাদ ট্রেডার্স লাইসেন্স নবায়ন না করায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারার আয়তায় এক হাজার টাকা এবং সোহেল রানার ওষুধের দোকানে ড্রাগস লাইসেন্স নবায়ন না করায় ড্রাগস আইন ১৯৪০ এর ১৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ বলেন, জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমির হামজা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ ও শেরপুর থানার এস আই রুম্মানসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন। http://provatinews.com/article/read/8937/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1?fbclid=IwAR0UST6HtG9H63TLz2cnAQ6zQD72cZQ61r2PXa1e7i1hKJpG4llMA_LCF0E
|
2019-10-15 - মা ইলিশ শিকার করায় ১৮ জেলের ১ বছরের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৮ জেলে ১ বছরের জন্য কারাদন্ড রাত ৯ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত চর শিবালয়, জাফরগঞ্জ ও পাটুরিয়া সংলগ্ন পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়। প্রায় ১০০০০ মিটার কারেন্ট জাল ও ৪ মন মা ইলিশ জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন রনি, মো: বকুল শেখ, বিল্লাল, কাইয়ুম, ইদ্রিস, ইমান হোসেন, মো: রাকিবুল, আনিছ, সাইদুর, আনিছ, লেবু, সাইফুল, মফিদুল, এমদাদুল, মো: নূর জামান, মো: সাহাবুদ্দিন, মো: মিনটু, রহমত আলি প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ৪ মন ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আতিয়ার রহমান ও নৌ পুলিশের এস এস জহিরুল ইসলামের সমন্বয়ে ১৫ সদস্যের একটি টিম। মা ইলিশ রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থানে। নদীতে মাছ ধরা অবস্থায় যাকে পাওয়া তাকেই জেল দেয়া হবে।
|
2019-10-14 - বগুড়ার শেরপুরে ইলিশ মাছ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান
বগুড়ার শেরপুর উপজেলা সিনিয়র অফিসারের উদ্যোগে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ পৌরসভাস্থ বারোদুয়ারী হাটসহ বিভিন্ন জায়গায় মাছের বাজারে মোবাইল কোর্টের অভিযান চালান। তবে বাজারে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। এছাড়াও বাজারে কারেন্ট জাল ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা তাও মোবাইল কোর্ট পর্যবেক্ষণ করে। তবে কারেন্ট জালও পাওয়া যায় নি। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাম মাসুদ এবং শেরপুর থানার এস আইসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন। এসময় ্মাছ ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে ইউএনও বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এগিয়ে আসুন, জাতীয় উন্নয়নে অবদান রাখুন।সরকার দেশ-জাতির বৃহত্তর স্বার্থে ০৯/১০/২০১৯ তারিখ থেকে ৩০/১০/২০১৯ তারিখ পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছেন। এ সময় সমগ্র দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনকারীকে ২ বছর পর্যন্ত জেল এবং ৫০০০/- টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সরকারের বিধি-নিষেধ মেনে চলার জন্য সকলকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এ সময় মাছ ব্যবসায়ীদের মাঝে সচেতনাতমূলক লিফলেট প্রচার করা হয়। http://www.bijoybanglabd.com/article/5692?fbclid=IwAR32pmAX-qS2hmpO-rMTwwB9OrI0qN0lC9ZDhEXJc_r6CjFemNgAM_gQFm8
|
2019-10-13 - শিবালয়ে কোটি টাকার কারেন্ট জাল জব্দ ও ধবংস
আজ দুপুর ২ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত আরিচার বিভিন্ন দোকান ও গুদামে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হয়। পাঁচটি গুদাম থেকে প্রায় ৪০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয় এবং নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। ইসহাক মোল্লাকে নগদ ৫০০০ টাকা জরিমানা করা হয়। বিজয় শীল, হানিফ মোল্লা ও মতু নামক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এছাড়াও ইলিশ ক্রয়ের দায়ে রুপচান সন্নাসী ও সূর্য কুমার বিশ্বাসকে ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। ৮ কেজি ইলিশ জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজকের অভিযান একটি গোয়েন্দা সংস্থা, র্যাব-৪ এবং উপজেলা মৎস অফিসার আতিয়ার রহমানসহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে।
|