E-Court

সচরাচর জিজ্ঞাসা

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট

জেনারেল সার্টিফিকেট কোর্ট

মোবাইল কোর্ট

নাগরিক, ল্যান্ডিং পেইজের ম্যানুবারে থাকা মোবাইল কোর্টে অপরাধের তথ্য অপশনের মাধ্যমে মোবাইল কোর্টে অপরাধের তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। অপরাধের তথ্য সাবমিট করার পর এডিসি মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তা নিষ্পত্তি করার ব্যবস্থা নেয়া হয়।

মোবাইল কোর্টে অপরাধের অভিযোগ করতে ল্যান্ডিং পেইজের উপরে "অপরাধের তথ্য দিন" অপশনে ক্লিক করুন। এরপর অপরাধের তথ্য ফর্মে যাবতীয় তথ্যাদি পুরন করুন।

Copyright © 2025 All Rights Reserved To a2i, Government of the People's Republic of Bangladesh