সড়ক আইনে মোবাইল কোর্ট অভিযান


- গল্প লিখেছেনঃ জর্জ মিত্র চাকমা
- তারিখঃ 2020-04-21
- ভিজিটঃ 1008
অদ্য ১৮/১১/২০১৯ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকা সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া
থানাধীন কাশিয়াদাংগা নামক স্থানে উপস্থিত হয়ে মোবাইলকোর্ট পরিচালনা কালে অভিযুক্ত ব্যক্তি
জনাব: মোঃমোস্তাফিজুর রহমান, পিতা-দারুজ্জামান চোধুরী ,বয়স: ৪৬, পেশা: চাকুরি, সাং- হড় গ্রাম, থানাঃ রাজপাড়া, জেলাঃ রাজশাহীকে অপরাধ
সংঘটনের সময় হাতে নাতে ধৃত হন।
ঘটনার
সংক্ষিপ্ত বিবরণ এই যে,অভিযুক্ত ব্যক্তি ঘটনা স্থলে হেলমেট ব্যতীত মোটরগাড়ি চালানোর
সময় হাতেনাতে ধরা পড়ে যা সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯ধারার লঙ্ঘন ও ৯২ধারায় দণ্ডনীয়
অপরাধ ।
