মোবাইল কোর্টের গুরুত্বপূর্ণ খবরসমূহ
![]() |
2016-11-15 - মোবাইল কোর্ট
রেলস্টেশনে ধুমপান আমাদের দেশে সাধারণ ঘটনা। পাবলিক বাসে ধুমপান বন্ধ করা গেলেও রেলস্টেশনে এখন পর্যন্ত ধুমপান বন্ধ করা সম্ভব হয়নি। সেই লক্ষ্যে আজ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী চুয়াডাঙ্গা রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত স্থানে কয়েকজন জরিমানা করা হয়। একজন দোকানদার প্রকাশ্যে ধুমপানের বিজ্ঞাপন ব্যবহার করায় তাকেও জরিমানা ও বোঝানো হয়।
|
![]() |
2016-11-10 - খুলনায় ভেজাল কসমেটিক্সের বিরুদ্ধে অভিযান
asas সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত চারমি কসমেটিক্স এবং কোয়ালিটি কসমেটিক্স শপে আজ দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই এর অনুমোদন বিহীন নেভিয়া, ডাভ, লরিয়েল ক্লিন এন্ড ক্লিয়ারসহ বিভিন্ন বিদেশী ব্রান্ডের শ্যাম্পু ও ফেয়ারনেস ক্রিম জব্দ করা হয়। এসকল পণ্য বাহির থেকে লাগেজের মাধ্যমে এনে দোকানে বিক্রি করা হয়। এ অপরাধে চারমি কসমেটক্সের মালিককে ৪০ হাজার টাকা এবং কোয়ালিটি কসমেটিক্সের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কসমেটিক্স ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। জেলা প্রশাসন খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার জনাব দেবব্রত দাস এবং এপবিএন খুলনার সদস্যগণ উপস্থিত ছিলেন।
|
![]() |
2016-11-10 - খুলনায় চিংড়ির ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনা
অপকর্ম আমাদের রক্তে মিশে গেছে, এটাই আমাদের বৈশিষ্ট, সব কিছুতে দুই নাম্বারি করতেই হবে, নিজের স্বার্থের কাছে জাতীয় স্বার্থ কিছুইনা !!! মোবাইল কোর্ট অভিযানে ১০ নভেম্বর সকালে কোষ্টগার্ডের সহযোগিতায় রুপসা ব্রীজ এলাকায় ৪০০ কেজি চিংড়ি মাছ অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করা হয়। পিক আপ চালক মোঃ সুমন গাজীকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ১ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ৪ লাখ টাকা মুল্যের ৪০০ কেজি চিংড়ি পুরিয়ে এবং নদীতে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়। চিংড়ি বহনকারী একটি পিক আপ আটক করা হয়।
|
![]() |
2016-11-09 - ভোলা জেলায় মোবাইল কোর্ট পরিচালনায় আটককৃত ভূয়া কবিরাজ
ভোলা জেলায় মোবাইল কোর্ট পরিচালনায় আটককৃত ভূয়া কবিরাজ।
|
![]() |
2016-11-09 - বগুড়ার ধুনটে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জনের কারাদন্ড
বগুড়া জেলার ধুনট উপজেলাধীন এলাঙ্গী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পিছনে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৯ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- ১। মোঃ সুলতান আহমেদ (৩০), ২। মোঃ আশরাফ আলী (৪০), ৩। মোঃ লালু খা (৫০), ৪। মোঃ সুটকা মন্ডল (৩০), ৫। রতন শাহ (৫২), ৬। আনন্দ ঘোষ (৩৫), ৭। মোঃ দুলা মিয়া (৬৫), ৮। আলমগীর (২৫), এবং ৯। মোঃ আব্দুর রউফ (২৩)। আজ সকাল ৯.৩০টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মাদ ইব্রাহীমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে এলাঙ্গী কমিউনিটি ক্লিনিকের পিছনে জুয়া খেলার সময় আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং উক্ত অপরাধে তাদের প্রত্যেককে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
|
![]() |
2016-11-07 - অননুমোদিত ঔষধের উপর মোবাইল কোর্ট
ঔষধ আমাদের সবাইকে রোগ প্রতিরোধের জন্য, সুস্থতার জন্য ব্যবহার করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে ক্ষতিকর ঔষধ প্রকাশ্যে বিক্রি করা হয়, অনুনমোদিত ঔষধ প্রায় ঔষধের দোকানে খুজে পাওয়া যায়। আজ ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন ও ২৭ ধারায় অপরাধীকে শাস্তি দেয়া হয় এবং বিপুল পরিমাণ (আনুমানিক ৬০ হাজার টাকা) অননুমোদিত ও ক্ষতিকারক ঔষধ জব্দ করে উন্মুক্ত স্থানে ধ্বংস করা হয়।
|
![]() |
2016-11-04 - নাটোর জেলার সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা ও কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর দক্ষিনপাড়া গ্রামে বন্য পাখি রক্ষার অভিযান
আজ (০৪ নভেম্বর ২০১৬)সকালে সাংবাদিক জনাব বুলবুল আহমেদ এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা ও কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর দক্ষিনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয় । চন্দ্রকলা গ্রামে অভিযানকালে বক শিকারীরা ২টি শিকারী বকসহ ৬টি বক ও পাখি শিকার করার সরঞ্জামাদি রেখে পালিয়ে যায় । জব্দকৃত বকগুলো ঘটনাস্থলে অবমুক্ত করা হয় এবং পাখি শিকার করার সরঞ্জামাদি ধ্বংস করা হয় । পরে কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর দক্ষিনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বিবাদী মোঃ শরীফুল ইসলাম(২৭),পিতা- মোঃ বদরুজ্জামান, সাং চাঁদপুর দক্ষিনপাড়া, নাটোর সদর এর বসতঘর হতে ২টি শিকারী পাখি (ঘুঘু ও ডাহুক),বিপুল পরিমান পাখি ধরার সরঞ্জামাদি ও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করা হয় ।শিকারী পাখি সংরক্ষণ ও পাখি ধরার সরঞ্জামাদি সংরক্ষণ করার অপরাধে মোঃ শরীফুল ইসলাম (২৭) কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত পাখি ধরার সরঞ্জামাদি ঘটনাস্থলে ধ্বংস করা হয় । পরে জব্দকৃত ২টি শিকারী পাখি (ঘুঘু ও ডাহুক) নাটোর সদর উপজেলাস্থ অভয়ারণ্যে অবমুক্ত করা হয়
|
![]() |
2016-11-03 - পাটের ব্যাগ ব্যবহার না করায় চার ব্যবসায়ীকে জরিমানা
খাদ্য শস্য বিক্রিতে পাটের ব্যাগ ব্যবহার না করার দায়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকার চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ০৩ নভেম্বর ২০১৬ খ্রি. বৃহষ্পতিবার মোবাইল কোর্ট পরিচালনাকালে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে চার ব্যবসায়ীকে পঁিচশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল। কিশোরগঞ্জের হোসেনপুরের রামপুর বাজারের আক্কাস স্টোর ও তৌহিদ স্টোর এবং নগুয়া বটতলার হান্নান স্টোর ও মারিয়া খিলপাড়ার আকিমউদ্দিন স্টোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় । প্রতিষ্ঠান চারটিতে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল হান্নান স্টোরকে দশ হাজার টাকা এবং আক্কাস স্টোর, তৌহিদ স্টোর ও আকিমউদ্দিন স্টোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
|
![]() |
2016-10-28 - ময়মনসিংহ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ২৮/১০/২০১৬খ্রিঃ তারিখ ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরপাড়া নামক স্থানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৫১ ধারায় ০১টি মামলায় ৬,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
|
![]() |
2016-10-28 - ময়মনসিংহ জেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ২৮/১০/২০১৬খ্রিঃ তারিখ ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরপাড়া নামক স্থানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ২(ক) ধারায় ০১টি মামলায় ৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
|